বুধবার, জুলাই ৩০

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আসছেন ঢাকায়, শ্রম বাজারে মিলতে পারে সুখবর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশ সফরে আসছেন। সবকিছু ঠিক থাকলে আগামী ৪ অক্টোবর তিনি বাংলাদেশ সফর করবেন বলে কূটনৈতিক সূত্র গণমাধ্যমকে জানিয়েছে।

গণমাধ্যমে প্রকাশিত তথ্য মতে, বাংলাদেশের আগে, তিনি পাকিস্তান সফর করবেন। সেখান থেকে তিনি বাংলাদেশে আসবেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. মুহম্মদ ইউনূস ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর ঢাকা সফরে শ্রম বাজার ইস্যুতে সুখবর পেতে পারে বাংলাদেশ।

২০০০ সালে প্রথম মালয়েশিয়ায় সরকারি সফরে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তীতে এক যুগেরও বেশি সময় পরে ২০১৪ সালের ডিসেম্বরে দ্বিতীয়বার দেশটিতে সফর করেন তিনি।

এদিকে সর্বশেষ ২০১৩ সালের নভেম্বরে সরকারি সফরে ঢাকায় এসেছিলেন মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *