
|| মো. জলিলুর রহমান | ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ||
‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’র আয়োজনে ফিলিস্তিনের গাজায় সংঘটিত শতাব্দীর বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে “মার্চ ফর গাজা” শীর্ষক এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণ জমায়েতের আয়োজন করা হয়েছে। সমাবেশটি শনিবার (১২ এপ্রিল) বিকাল ৩ টায় রাজধানীর শাহবাগ থেকে শুরু হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে শেষ হবে।
উক্ত সমাবেশে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়বৃন্দ, দেশের সকল ঘরোয়ানার আলেম-ওলামাসহ দেশের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ থাকবে। সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানসহ বিশ্ববিদ্যালয়টির শিক্ষক ও শিক্ষার্থীরা সম্মিলিতভাবে ৭০ ফুট ফিলিস্তিনের পতাকা নিয়ে অংশগ্রহণ করবে বলে নিশ্চিত হওয়া গেছে।
শনিবার ঢাবির ভিসি চত্বরে ২ টা ১৫ মিনিটে সকলে উপস্থিত হয়ে একযোগে মূল কর্মসূচিতে যুক্ত হওয়ার আশা ব্যক্ত করেছেন উপাচার্য নিজেই। সেই সাথে তিনি বিধ্বস্ত গাজাবাসীর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।