শুক্রবার, জুলাই ২৫

মার্চ ফর গাজা কর্মসূচিতে ঢাকা আলিয়ার শিক্ষার্থীদের অংশগ্রহণ

|| ঢাকা আলিয়া প্রতিনিধি ||

প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে মার্চ ফর গাজা কর্মসূচিতে সোহরাওয়ার্দী উদ্যানে অংশগ্রহণ করেছে ঢাকা আলিয়ার শিক্ষার্থীরা। এতে ঢাকা আলিয়ার বিভিন্ন দল মতের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

শনিবার (১২ এপ্রিল) বেলা ১.৩০ টায় ঢাকা আলিয়ার হলপাড়া থেকে কর্মসূচিতে অংশগ্রহণের উদ্দেশ্যে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বকশীবাজার থেকে শহীদ মিনার হয়ে টিএসসি দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে গণজমায়েতের সাথে মিলিত হয়।

মার্চ ফর গাজা কর্মসূচিতে শিক্ষার্থীরা’ ফ্রি ফ্রি প্যালেস্টাইন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবর, বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো স্লোগানের সাথে ফিলিস্তিন ও বাংলাদেশের পতাকা এবং বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বিক্ষোভ মিছিল করেন ঢাকা আলিয়ার শিক্ষার্থীরা।

মার্চ ফর গাজা কর্মসূচির বিষয়ে ঢাকা আলিয়ার শিক্ষার্থী মাহবুব হোসেন বলেন, মার্চ ফর গাজা কর্মসূচি ফিলিস্তিনের জন্য বিশ্ব জনমত গঠনের একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। এ কর্মসূচিতে সকল শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেছে। ফিলিস্তিনের অধিকার আদায়ে দেশের সকলে ঐক্যবদ্ধ।

এর আগে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের গণমাধ্যম সমন্বয়ক শেখ ফজলুল করীম মারুফ জানিয়েছিলেন, দুপুর ২টায় পাঁচটি পয়েন্ট থেকে মিছিল শুরু হয়ে ৩টায় উদ্যানে গিয়ে মিলিত হবে। এসব পয়েন্ট হলো—বাংলামোটর, কাকরাইল মোড়, জিরো পয়েন্ট, বকশিবাজার মোড় ও নীলক্ষেত মোড়। মূলত ঢাকা আলিয়ার শিক্ষার্থীরা বকশিবাজার মোড় পয়েন্ট দিয়ে গণজমায়েতে মিলিত হবে।

প্রসঙ্গত, গাজায় চলমান বর্বরোচিত ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠন এবং মানবিক সহানুভূতি জাগ্রত করতেই আয়োজন করা হয় মার্চ ফর গাজা। বিকেল ৩টা থেকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই কর্মসূচি শুরু হয়। নিরীহ ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়াতে বিশ্ববাসীকে সোচ্চার করার উদ্দেশ্যেই এমন কার্যক্রম বলে জানান আয়োজকরা। এর আগে তারা জানিয়েছেন, সারা দেশ থেকে কয়েক লাখ মানুষ অংশ নেবে এ প্রতিবাদ কর্মসূচিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *