
মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসির উদ্যোক্তা পরিচালক এএসএম ফিরোজ আলম। সম্প্রতি কোম্পানির পরিচালনা পর্ষদের ৭০তম সভায় তাকে এ পদে নির্বাচন করা হয়। ফিরোজ আলম ১৯৬০ সালে পটুয়াখালীর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি মরহুম এমএ গফুর ও মোসাম্মৎ শাহেদা বেগমের সন্তান।
ফিরোজ আলম গ্র্যাজুয়েশন সম্পন্ন করার পর বিভিন্ন ব্যবসায় সম্পৃক্ত হয়ে নিজেকে একজন সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করেন। বর্তমানে তিনি টয়ো সিস্টেম বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। এছাড়া প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের একজন উদ্যোক্তা ও সাবেক চেয়ারম্যান।
ব্যবসার পাশাপাশি ফিরোজ আলম সমাজসেবামূলক কাজের অংশ হিসেবে পটুয়াখালীর কালাইয়াতে শাহেদা গফুর ইব্রাহিম জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন। -বিজ্ঞপ্তি