
|| আব্দুল হামিদ সরকার ||
মা জননী বলতেন সদা লেখাপড়া করতে,
আমার মাথায় ভুত চাপে কেবল শুধু ঘুরতে।
পাঠের সময় দোল খেতাম আচ্ছা করে ঝাঁকুনি,
শুনতে হতো আমায় শুধু তীব্র মায়ের বকুনি।
নদীর জলে ঝাঁপ পেড়িয়ে ফিরতাম যখন বাড়িতে,
মায়ের তাড়ায় তওবা আমি যাবো না নদীর নালিতে।
পাখির বাসা খুঁজতাম আমি ঘুরতাম বনে বনে,
মায়ের বকুনি চলতো সদা মারপিট ক্ষণে ক্ষণে।
মা আমায় দিতেন না মোটেই দুষ্ট ছেলের সঙ্গে,
রুগ্ন হলে দিতেন আদর হৃদয় ছোঁয়া অঙ্গে।
আমায় তিনি করবেন মানুষ আদর মাখা শাসনে,
আদর্শের বীজ করবেন বপন মোর হৃদয়ের গহীনে।
লেখক: বিশিষ্ট কবি ও ঔপন্যাসিক এবং সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। রচনাকাল: ২১ জানুয়ারি, ২০২৫।