
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জের তিনটি আসনের মধ্যে ঐতিহ্যবাহী সদর আসন খ্যাত মানিকগঞ্জ ৩ আসন থেকে ১২ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।
৫ জানুয়ারি যাচাই-বাছাইয়ে ৪জন প্রার্থীর মনোনয়নপত্র প্রাথমিক বাতিল ঘোষণা করা হয়।
বিএনপি দলীয় বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মোঃ আতাউর রহমান আতা, এবি পার্টির মোঃ রফিকুল ইসলাম জনি, স্বতন্ত্র প্রার্থী হোসেন ও ড. রফিকুল ইসলাম খান।
মনোনয়ন বৈধতা পায় বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানম (রিতা), বাংলাদেশ জামায়াতে ইসলামীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ দেলোয়ার হোসাইন, জেপির আবুল বাশার বাদশা, বাংলাদেশ জাসদের মোঃ শাহজাহান আলী, স্বতন্ত্র প্রার্থী মফিজুল ইসলাম খান কামাল, বাংলাদেশ খেলাফত মজলিসের মোঃ সাঈদ নূর, জাতীয় পার্টির মোয়াজ্জেম হোসেন খান মজলস ও ইসলমী আন্দোলন বাংলাদেশের শামসুদ্দিন।
এর মধ্যে বিভিন্ন সূত্রের তথ্যানুযায়ী এ আসনে এ পর্যন্ত বিএনপি ও জামায়াত মনোনীত প্রার্থীর মধ্যে দ্বিমুখী ল’ড়া’ইয়ের একটা সমূহ সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।
