
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জ-১ আসনে এ এস এ জিন্নাহকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। এতে অসন্তোষ প্রকাশ করে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে মশাল মিছিল করেছে সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন পুত্র বাবলু সমর্থকরা। সম্প্রতি আয়োজিত এই মিছিলের কারণে রাস্তায় বিশাল যানজটের সৃষ্টি হয়। এতে মানুষ ভোগান্তিতে পড়ে।

অবরোধকারীরা বলেন, জিন্নাহ হলো একজন চাঁদাবাজ, ও বালু খেকো। তার দুর্নীতির কোনো অভাব নাই এবং সে আওয়ামীলীগের সাবেক এমপি দুর্জয়ের আত্মীয়। এজন্য আমরা তার মনোনয়ন প্রত্যাখ্যান করি। অবিলম্বে এরকম একজন দুর্নীতিবাজের মনোনয়ন বাতিল করে সৎ ও যোগ্য ব্যক্তিকে প্রার্থী করার দাবি জানান অবরোধকারীরা।
