
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জ জেলা সাংস্কৃতিক সংসদ-এর উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বিকাল সাড়ে ৩ টায় মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ সাংস্কৃতিক সংসদের প্রধান উপদেষ্টা হাফেজ মাওলানা মোঃ কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রফিকুল হায়দার।
প্রধান বক্তা বলেন, এই দেশে অপসংস্কৃতি দিয়ে ভরে গেছে। আমাদের এই দেশ থেকে সেগুলো বাদ দিয়ে দেশের সংস্কৃতি নিয়ে কাজ করতে হবে।
মানিকগঞ্জের বিভিন্ন স্কুল ও মাদ্রাসা দুই শত ছাত্রছাত্রী এই অনুষ্ঠান অংশগ্রহণ করে।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সাংস্কৃতিক সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করা হয়।
