
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জ শহরের প্রবেশমুখ বাসস্ট্যান্ড এলাকায় ককলেট বিস্ফোরণের ঘটনা ঘটেছে । ঘটনায় কেউ হতাহত না হলেও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের পর মুহূর্তেই এলাকা প্রায় জনশূন্য হয়ে যায়।
জানা গেছে, আজ ১৩ নভেম্বর, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের লক ডাউন ঘোষণাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় গাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। মানিকগঞ্জ শহরে গতরাত ৯ টার দিকে চলন্ত পিক আপ থেকে দুষ্কৃতিকারীরা এই ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এঘটনার পর পুরো মানিকগঞ্জ শহর র্যাব, আর্মি, পুলিশের কঠিন নজরদারিতে রয়েছে।
