
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
ইতিহাসের এই প্রথম মানিকগঞ্জ জেলা থেকে ৩০০ গাড়ি নিয়ে ঢাকা সোহওয়ার্দি উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। শনিবার (১৯ জুলাই) ঢাকায় অনুষ্ঠিত সমাবেশে যোগ দেয় তারা।
মানিকগঞ্জ থানা আমির ডাঃ মাওলানা ফজলুল হক এ প্রসঙ্গে বলেন, আগে মানিকগঞ্জ থেকে সাংগঠনিক সমাবেশের জন্য এতো লোক বা এতো গাড়ি নিতে পারি নাই। বর্তমানে হাজার হাজার সাধারণ মানুষ দাঁড়িপাল্লার দিকে এগিয়ে আসছে। মানিকগঞ্জ সদর থেকে ৫০ টা গাড়িসহ পুরো জেলা থেকে ৩০০ বাস নিয়ে সমাবেশে অংশগ্রহণ করা হয়।