
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জ জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস ও অটো টেম্পু ওনার্স গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচনে আব্দুর রাজ্জাক লিটন সভাপতি এবং পীর বাবুল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত ৩ জানুয়ারি (শনিবার) জেলা শহরের ড্রিম সিটি হোটেল মিলনায়তনে দিনব্যাপী ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় নির্বাচনের এই ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে সভাপতি পদে আব্দুর রাজ্জাক লিটন ১৫৮ ভোট পেয়ে বিশাল ব্যবধানে জয়ী হন; তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. নান্নু মিয়া পেয়েছেন ২২ ভোট। সাধারণ সম্পাদক পদে ১৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন পীর বাবুল হোসেন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহফুজুর রহমান খান পেয়েছেন ২৪ ভোট।
অন্যান্য পদে বিজয়ীরা হলেন— সহ-সভাপতি ফারুক মোল্লা (১৩৭ ভোট), তার প্রতিদ্বন্দ্বী আনোয়ার হোসেন পেয়েছেন ২৮ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে ১৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আবুল বাসার, তার বিপরীতে চান মিয়া পেয়েছেন ২৬ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ১৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সিহাব উদ্দিন সুমন, তার প্রতিদ্বন্দ্বী মো. জাফর পেয়েছেন ২৬ ভোট। এছাড়া দপ্তর সম্পাদক পদে ১৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জিয়াউর রহমান, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শহিমুদ্দিন পেয়েছেন ২৪ ভোট। নবনির্বাচিত এই কমিটি আগামী দুই বছর সংগঠনটির নেতৃত্ব প্রদান করবে।
