
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জে ৫ দফা দাবি আদায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বিকালে জেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা কামরুল ইসলাম সভাপতিত্বে সমাবেশে প্রধান মেহমান ছিলেন, মানিকগঞ্জ ৩ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোঃ দেলোয়ার হোসেন।

দেলোয়ার বলেন, নভেম্বরের মধ্যে পিআর ও জুলাই নিয়ে গণ ভোট করতে, আর নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধ করতে হবে।
আমার নির্বাচনী এলাকায় অনেকগুলো বিলবোর্ড, ফেস্টুন, পোস্টার ছিঁড়ে ফেলেছে, এই সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনতে হবে। বর্তমান জনগণ জামায়াতকে ক্ষমতায় দেখতে চায়। সে জন্য অন্য দলের সয্য হচ্ছে না। তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের, কর্মীদেরকে ভয় ভীতি দেখাচ্ছে। প্রশাসনের কাছে জোর দাবি করছি দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠ তদন্ত করে বিচার কাঠ গড়ায় দাঁড় করাবেন।
বিক্ষোভ মিছিলটি মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে শুরু করে পুরা শহর প্রদক্ষণ করে বিজয় মেলা মাঠে এসে শেষ হয়।
