
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জ সদর উপজেলায় পঞ্চম শ্রেণির এক শিশুর সঙ্গে ‘খারাপ কাজের’ অভিযোগে আক্কাস আলী (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে তাকে আটক করা হয়, পরে শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানউল্লাহ সাংবাদিকদের জানান, শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। গত ১৮ অক্টোবর দুপুরে বাড়িতে একা পেয়ে প্রতিবেশী আক্কাস আলী তাকে নিজের ঘরে ডেকে নেয় এবং সর্বনাশ করে বলে অভিযোগ রয়েছে। ঘটনাটি প্রতিবেশী এক কিশোর দেখে ফেলে ও শিশুটির মাকে জানায়।
অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযুক্তকে আটক করে। শুক্রবার (২৪ অক্টোবর) তাকে আদালতে পাঠানো হয়েছে এবং শনিবার শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন ওসি।
শিশুটি বর্তমানে পরিবারের তত্ত্বাবধানে রয়েছে এবং পুলিশ বলছে, আইনি প্রক্রিয়া চলমান।
এমন ন্যাক্কারজনক ঘটনার দ্রুত ও ন্যায্য বিচার হোক- এই দাবি সবার।
শিশুদের সুরক্ষায় পরিবার, সমাজ ও প্রশাসনের সবাইকে আরও সচেতন হতে হবে।
“নীরবতা নয়, প্রতিবাদ হোক সকল অন্যায়ের বিরুদ্ধে।
