বৃহস্পতিবার, জানুয়ারি ৮

মানিকগঞ্জে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতাকে হেনস্তা, ডিসি অফিসে উত্তেজনা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির সিনিয়র নেতা ও স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতাকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে হেনস্তা করে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার (৪ জানুয়ারি) জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই সভা শেষে এ ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, মানিকগঞ্জ-৩ আসনের বিএনপির দলীয় প্রার্থী আফরোজা খানম রিতার এপিএস সোহেল স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতাকে ঘাড় ধরে হল রুম থেকে বের করে দেন। ঘটনার পরপরই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়লে বিষয়টি নিয়ে জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভুক্তভোগী স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতা অভিযোগ করেন, যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসকের হল রুমে অবস্থানকালে আফরোজা খানমের এপিএস সোহেল তার সাথে চরম অসৌজন্যমূলক আচরণ করেন এবং তাকে হেনস্তা করা হয়। তিনি দাবি করেন, আফরোজা খানমের বিরুদ্ধে প্রায় ৯ কোটি টাকার গ্যাস বিল বকেয়া থাকার তথ্য নিয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষের সাথে কথা বলার সময় এপিএস সোহেল, যুবদল নেতা উজ্জ্বল এবং পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জাদু তার ওপর চড়াও হন। ভাইরাল হওয়া ভিডিওতে ঘটনার সময়কার চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতি দৃশ্যমান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এদিকে, প্রশাসনের সামনে আলোচনার একপর্যায়ে অভিযুক্ত এপিএস সোহেল হেনস্তার বিষয়টি স্বীকার করেছেন। তবে তিনি দাবি করেন, পরিস্থিতিটি ছিল অনাকাঙ্ক্ষিত এবং ভুল বোঝাবুঝির ফল।

ঘটনার পর জেলা প্রশাসক কার্যালয়ে কিছু সময় উত্তেজনাকর পরিবেশ বিরাজ করলেও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়। এই অপ্রীতিকর ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

এছাড়া ঘটনার বিষয়ে বক্তব্য জানতে আফরোজা খানমের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *