বৃহস্পতিবার, অক্টোবর ৯

মানিকগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

মানিকগঞ্জে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বুধবার (২৭ আগস্ট) ছাত্র সংগঠনটির মানিকগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও মানিকগঞ্জ-২ সংসদীয় আসনের এমপি প্রার্থী মুহাম্মদ জাহিদুর রহমান। আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উত্তর অঞ্চলের টিম সদস্য ও মানিকগঞ্জ ৩ সংসদীয় আসনের এমপি প্রার্থী মাওলানা দেলোয়াড় হোসাইন।

বক্তারা বলেন, সবাইকে আরও বেশি করে পড়াশোনা করতে হবে, এই দেশকে শিক্ষার মাধ্যমে আলোকিত করতে হবে, সকল শিক্ষার্থীকে পড়াশোনা শেষ করে এই দেশের হাল ধরতে হবে, তোমরা দেশের ভবিষ্যত, দেশের উন্নয়ন করতে হবে, তোমাদের মেধা শক্তি দিয়ে এই দেশে বিজ্ঞান আবিষ্কার করতে হবে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তোমাদেরকে সহযোগিতা করার জন্য সব ধরণের ব্যবস্থা করে দিবে।

মানিকগঞ্জের বিভিন্ন এলাকা থেকে ৩ শতাধিক ছাত্রছাত্রী উপস্থিত ছিল। সংবর্ধনা শেষে সবার মাঝে ক্রেস্ট ও সম্মাননা সার্টিফিকেট প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *