
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জের শিবালয়ে যমুনা নদীতে মা ইলিশ রক্ষার্থে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে ৭ জেলেকে আটক করা হয়েছে।
মোবাইল কোর্টে আটককৃত ৭জনকে ২৯,৫০০/=টাকা অর্থদণ্ড করা হয়। জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। মাছগুলো এতিমখানায় প্রদান করা হয়।

শিবালয় উপজেলা মৎস্য অধিদপ্তর ও আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় অভিযান পরিচালনা করেন শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম।
অর্থ দন্ড করে সবাই সতর্ক থাকতে বলেন যে, সময় শেষ না হওয়া পর্যন্ত কেও ইলিশ মাছ ধরবেন না, যদি ধরতে যান তাহলে আরও বেশি করে সাজা ভোগ করতে হবে।
