
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বোতলজাত এলপিজি গ্যাস বিক্রির দায়ে দুই ডিলারকে মোট দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ শহরের জরিনা কলেজ এলাকা ও বেউথা এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ অফিসের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আসাদুজ্জামান রুমেল।

অভিযান চলাকালে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি, দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রেতাদের কাছে পণ্য বিক্রির সময় পাকা রশিদ সরবরাহ না করার প্রমাণ পাওয়া যায়। এসব অভিযোগে মেসার্স মিলেনিয়াম ট্রেডার্সকে এক লাখ টাকা এবং মেসার্স রাইয়ান ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, “সরকার নির্ধারিত মূল্য অমান্য করে এলপিজি গ্যাস বিক্রি করা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে। কেউ অতিরিক্ত দামে পণ্য বিক্রি বা ভোক্তাদের সঙ্গে প্রতারণা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে জেলা কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা সভাপতি সামসুন্নবী তুলিপ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
