
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জে বিয়ের দাবিতে তরুণীর বাড়িতে ফাঁসির দড়ি নিয়ে অনশন করছেন এক যুবক। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে জেলার হরিরামপুর উপজেলার কৌড়ি গ্রামে এই ঘটনা ঘটে।
অনশনকারী যুবকের নাম রবিউল হাসান রবি (২৮)। তিনি হরিরামপুর উপজেলার উত্তর মেরুন্ডি এলাকার আজাদ মোল্লার ছেলে। আর তরুণী কৌরী এলাকার বাসিন্দা।
জানা গেছে, তিন মাস আগে ওই তরুণীর সঙ্গে রবিউলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠ। হঠাৎ করে গত কয়েকদিন তরুণী যোগাযোগ বন্ধ করে দেন। এরপর রবিউল তার বাড়িতে গিয়ে ফাঁসির দড়ি নিয়ে অনশনে বসেন। হয় বিয়ে, না হয় নিজের যৌবন (ভার্জিনিটি) ফেরতের দাবি।
এ ঘটনায় আশপাশের এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনা দেখতে মেয়ের বাড়িতে ভিড় করছেন স্থানীয়রা।
তরুণীর দাবি, রবিউলের সঙ্গে শুধু কথা আদান-প্রদান হয়েছে।
এছাড়া মাঝে মাঝে দেখা-সাক্ষাৎ হয়েছে। এর বাইরে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। সে মূলত আমার সম্মানহানির চেষ্টা করছে। আমি এই ছেলেকে বিয়ে করব না। সে মানসিকভাবে ভারসাম্যহীন।
রিপোর্টটি লেখার সময় এ বিষয়ে গালা ইউনিয়নের চেয়ারম্যান শফিক বিশ্বাস বলেন, মেয়ে এবং মেয়ের পরিবার যদি রাজি না থাকে, পুলিশ আসতেছে পুলিশ ব্যবস্থা নিবে।
