রবিবার, অক্টোবর ২৬

মানিকগঞ্জে বিএনপি থেকে দুইশত লোক জামায়াতে যোগদান

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা মিতুরা ইউনিয়নাধীন বেতিলা গ্রামের ২০০ শত লোক বিএনপি থেকে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) এশার নামাজের পর অনুষ্ঠিত এক সভায় বেতিলা মিতুরা ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মোঃ ইদ্রিস আলী ও মোঃ চান মিয়ার নেতৃত্বে জামায়াতে ইসলামী মনোনীত মানিকগঞ্জ ৩ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ দেওলয়ার হোসাইনের হাতে ফুলের তোরা দিয়ে যোগদান করেন।

ইদ্রিস আলী বলেন, আমি ছোট থেকে বিএনপি দল করতাম, নিজে টাকা খরচ করে দলের সাথে সুখে দুঃখে দলের পাশে ছিলাম, কিন্তু নেতাদের মধ্যে গ্রুপিং রাজনীতি, চাঁদাবাজ, মানুষের জমি দখল, মারামারি এই নিয়ে থাকে। এগুলো দেখে আমি মর্মাহত। তাই আমি এবং আমার সকল নেতা-কর্মীদেরকে নিয়ে জামায়াতে ইসলামীতে যোগ দিচ্ছি।

তিনি আরো বলেন, আমরা মানুষ, আমাদের মরতে হবে, তাই আল্লাহ দ্বীনের পথে, যারা কোরআন সুন্নাত মোতাবেক দেশ পরিচালনা করবে, দেশকে সন্ত্রাস নৈরাজ্য, চাঁদাবাজ, ঘুষ দুর্নীতি, মারামারি, হানাহানি থেকে শান্তিময় দেশ গঠন করতে চায়, সেই জামায়াতে ইসলামীর আদর্শ বুকে ধারণ করে বাঁচতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *