বৃহস্পতিবার, অক্টোবর ৯

মানিকগঞ্জে বিএনপির নাম ভাঙিয়ে দখল-চাঁদাবাজির অভিযোগ শহিদুল বিরুদ্ধে

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ গ্রামে বিএনপির নাম ব্যবহার করে দখলবাজি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে শহিদুল নামে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। তার নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা।

অভিযোগ অনুযায়ী, শহিদুলের সহযোগী লাল চাঁন, বুদ্দু, সাইদুর, জুয়েল, শরীফ ও সুজনসহ একদল সন্ত্রাসী দীর্ঘদিন ধরে হরগজ এলাকায় চাঁদাবাজি, জমি ও দোকান দখল, মাদক ব্যবসা এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে।

সম্প্রতি চাঁদা না দেওয়ায় শহিদুল প্রকাশ্যে এক ব্যক্তিকে হত্যার উদ্দেশে বাজারে হাতুড়ি হাতে খুঁজেছেন- এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি আলোচনায় আসে।

গত মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে ভুক্তভোগীরা সাংবাদিকদের সামনে বিস্তারিত অভিযোগ তুলে ধরেন।

হরগজ গ্রামের বাসিন্দা আমেনা বেগম বলেন, “দখল, চাঁদাবাজি ও নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে আমরা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। এখন আমরা সবসময় আতঙ্কে থাকি। অভিযোগকারী দ্রুত প্রশাসনের সাহায্য কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *