বৃহস্পতিবার, অক্টোবর ৯

মানিকগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচন

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

জেলা বার ইউনিটের সভাপতি হয়েছেন অ্যাডভোকেট মেজবাহ উল হক ও সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট মহিউদ্দিন স্বপন। সিনিয়র যুগ্ম সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট সুভাষ রাজবংশী এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট আওলাদ হোসেন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির ১নং ভবনের সম্মেলন কক্কে দুপুর ১২টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ হয়। মোট ২১৫ জন ভোটারের মধ্যে ২০৯ জন আইনজীবী তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনাশেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আজাদ হোসেন খান।

এসময় নির্বাচন কমিশনের সদস্য অ্যাডভোকেট আব্দুল আওয়াল খান ও অ্যাডভোকেট হুমায়ন কবীর এর আগে সিনিয়র সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন অ্যাডভোকেট তোফাজ্জেলন হোসেন। নির্বাচনের আগে অনুষ্ঠিত সম্মেলনে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় ইউনিটের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোহাম্মদ আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *