
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জে ইসলামী ছাত্র শিবিরেে প্রাক্তনদের নিয়ে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৫ অক্টোবর) সকাল ৮ টায় মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উত্তর অঞ্চলে টিম সদস্য ও মানিকগঞ্জ ৩ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ দেলয়ার হোসাইন। বিশেষ অতিথি ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবির সভাপতি ও ডাকসু জিএস, জনাব এস এম ফাহাদ, মানিকগঞ্জ ১ আসনের এমপি প্রার্থী ডাঃ আবু বক্কর সিদ্দিক, মানিকগঞ্জ ২ আসনের এমপি প্রার্থী ও সাবেক কেন্দ্রীয় ছাত্র শিবির সভাপতি জনাব মোঃ জাহিদুর রহমান, ও মানিকগঞ্জ জেলা আমির জনাব হাফেজ মাওলানা কামরুল ইসলাম।

এস এম ফরহাদ বলেন, ইসলামী রাষ্ট্র গঠন করার জন্য আমাদের সবাইকে মানুষের কাছে দাওয়াত দিতে হবে, মানিকগঞ্জকে শিবিরের ঘাঁটি তৈরী করতে হবে।
তিনি আরো বলেন, মানুষ আমাদেরকে ভালোবাসে, মানুষের কাছে দাঁড়িপাল্লা মার্কায় ভোট চাইবেন।
প্রধান মেহমান বলেন, আমাদের সতর্ক থাকতে হবে চাঁদাবাজরা নৈরাজ্য সৃষ্টির জন্য উঠে পরে লেগেছে। ভোটারদেরকে ভয় দেখাচ্ছে, আপনারা ভোটারের কাছে যাবেন, সাহস দিবেন।
