
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জে এখনও প্রশাসন নিয়ে এলাকার মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের মানিকগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড সভাপতি তারা মিয়া।

স্থানীয় জনগণের অভিযোগ, মানিকগঞ্জ পৌরসভার আওয়ামীলীগ নেতা জাহিদ দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে অট্রোলিকা তৈরি করে এখনও দিব্বি মানুষকে ভয় দেখাচ্ছে। এছাড়াও পৌরসভার ৪নং ওয়ার্ডের আওয়ামীলীগ সভাপতি তারা মিয়া প্রশাসনিক লোক নিয়ে জমি দখল ও মানুষকে ভয় দেখাচ্ছে। তারা মিয়া এখনও এলাকার স্কুলে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের লোক নিয়ে গোপনে মিটিং করে। এলাকার মানুষ তার ভয় ও দুরাচারে অতিষ্ট৷ তারা মিয়ার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে যে, সে এখনও বিভিন্ন সরকারি অফিসে গিয়ে অনৈতিক কাজ করে এবং আওয়ামীলীগের যেসব নেতারা পলাতক রয়েছে, তাদের পক্ষে বিভিন্ন কাজ করে। সে এলাকায় নাশকতা তৈরির জন্য সব ধরণের আর্থিক যোগান দিয়ে যাচ্ছে।