
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জ সদর ও হরিরামপুর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইন ও ৮০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ রবিবার (১০ আগস্ট) বিকেল চারটার দিকে গ্রেপ্তারের বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোশাররফ হোসেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের উজ্জ্বল হোসেন (৫০), মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ইজদিয়া যাত্রাপুর গ্রামের আলামিন খান (২৬) ও একই গ্রামের আহাদ মোল্লা (২৩)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার (৯ আগস্ট) রাত ১০টার দিকে হরিরামপুর উপজেলার ইজদিয়া যাত্রাপুর জামে মসজিদ এলাকা থেকে ৮০০ গ্রাম গাঁজাসহ আলামিন খানকে আটক করা হয়। সেই সঙ্গে গাঁজা বিক্রিতে সহায়তার অভিযোগে আহাদ মোল্লাকেও আটক করে পুলিশ। একই দিন বিকেলে অপর আরেকটি অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ উজ্জ্বল হোসেনকে মানিকগঞ্জ সদর উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়।