
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
আগামী ২৩ আগস্ট মানিকগঞ্জ জেলা শহরের বেউথা ঘাট এলাকায় কালীগঙ্গা নদীতে নৌকাবাইচ অনুষ্ঠিত হবে। রবিবার (৩ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত হয়। জেলা প্রশাসন আয়োজিত এই নৌকা বাইচে চ্যাম্পিয়ন দলকে মোটরসাইকেল এবং বিভিন্ন ক্যাটাগরিতে ফ্রিজ ও টেলিভিশন বিভিন্ন পুরুষ্কারসহ ট্রফি ও সনদ দেওয়া হবে।
জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, পুলিশ সুপারের প্রতিনিধি ও জেলা পুলিশ কার্যালয়ের পরিদর্শক (প্রশাসন ও অর্থ) জাকির হোসেন সহ বিভিন্ন ব্যক্তিবর্গ।
অতিরিক্ত জেলা জেলা প্রশাসক সার্বিক আতিকুল মামুনকে আহবায়ক এবং জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যাকে সদস্য-সচিবসহ সংশ্লিষ্ট অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে নৌকাবাইচ প্রতিযোগিতা পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।