
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জের সদর উপজেলার পৌলী এলাকায় আলোচিত নূরজাহান বেগম (৫৫) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোশাররফ হোসেন (৪৫) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জনাব মোহাম্মদ সারওয়ার আলম এসব তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। মূলত আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়। পরবর্তীতে আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত গুরুত্বপূর্ণ আলামতও উদ্ধার করা হয়েছে।
নিহত নুরজাহান বেগম মানিকগঞ্জ সদর উপজেলার পৌলী এলাকার বাসিন্দা ও প্রয়াত আবুল খায়েরের স্ত্রী।
গত রবিবার নুরজাহানের মেয়ে কাজল মায়ের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেন। দীর্ঘ সময় ফোনে সাড়া না পেয়ে বিষয়টি তিনি প্রতিবেশীদের জানান। তখন প্রতিবেশীরা গিয়ে দেখতে পান, নুরজাহানের ঘরের বাইরে তালা ঝুলছে। পরে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে কাজল ধামরাই থেকে পৌলীতে মায়ের বাড়িতে এসে তালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করেন। সেখানে মেঝেতে পড়ে থাকা অবস্থায় মায়ের নিথর দেহ দেখতে পান।
খবর পেয়ে তাৎক্ষণিক মানিকগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পরের দিন নিহতের মেয়ে কাজল রেখা বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর তদন্তে নামে পুলিশ এবং দ্রুততম সময়ে মূল অভিযুক্তকে শনাক্ত ও গ্রেফতার করতে সক্ষম হয়।
