
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বিভিন্ন জায়গায় জিও ব্যাগ ফেলে নদী রক্ষায় ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ডের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মু. জাহিদুর রহমান।
সোমবার (২১ জুলাই) মানিকগঞ্জ হরিরামপুর উপজেলার আওতাধীন পদ্মা নদীতে ভাঙ্গনরোধে করণীয় সম্পর্কে আলোচনার জন্য তিনি এই সাক্ষাৎ করেন।
এ সময় জামায়াতের এমপি প্রার্থী ও সাবেক কেন্দ্রীয় ছাত্রশিবির সভাপতি মু. জাহিদুর রহমান নিজ অর্থায়নে জিও ব্যাগ ফেলানো প্রকল্পের কাজ পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হাতে তুলে দেন।