
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জের ঘিওর থানায় বাগ বানিয়াজুড়ী গ্রামের একটি সাবান তৈরির কারখানায় র্যাবের অভিযানে নকল ও নিম্নমানের পণ্য উৎপাদনের প্রমাণ মিলেছে। এ সময় কারখানার মালিক মোনায়েম আহমেদকে ২ লাখ টাকা জরিমানা ও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) র্যাব ফোর্সেস সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু হাসান এ অভিযানের নেতৃত্বে দেন।
র্যাব জানায়, কারখানাটি দীর্ঘদিন ধরে স্থানীয় সিরাজুল ইসলাম খানের ভাড়া বাসায় পরিচালিত হচ্ছিল। কারখানার মালিক মোনায়েম আহমেদ, তিনি মোন্নাফ আহমেদের ছেলে। বৈধ কোনো অনুমোদন ছাড়াই বাজারে নিম্নমানের ও ক্ষতিকর সাবান সরবরাহ করছিলেন তিনি।
এ সময় কারখানার ভেতর থেকে বিপুল পরিমাণ নকল সাবান, কাঁচামাল ও উৎপাদন উপকরণ জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। পরে কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।
প্রতিষ্ঠানটি এর আগে শিশু খাদ্যের লাইসেন্সের জন্য আবেদন করেছিল। তবে মানদণ্ড পূরণ করতে না পারায় বিএসটিআই অনুমোদন দেয়নি। তবুও ভিন্নভাবে অনুমোদন ছাড়াই সাবান উৎপাদন চালিয়ে আসছিল। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫০ ধারায় মালিককে শাস্তি দেওয়া হয়।