
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে দেড় হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল পৌনে পাঁচটার দিকে মানিকগঞ্জ পৌরসভার মানরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।
গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম হেলাল হোসেন (৩৩)। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের সাদীনগর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম বাদশা মিয়া।