
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
শনিবার (২৬ জুলাই) মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের আশে পাশের এলাকাগুলোতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড পশু হাসপাতাল এলাকার মৃত ইয়াসিন আলীর পুত্র মোঃ রাসেল ওরফে রাশেদ (৪৫), ঘিওর বালিয়াখোড়া এলাকার হাবিবুর রহমানের পুত্র আলামীন, ঘোস্তা এলাকার দেলোয়ার হোসেনের পুত্র মনির হোসেন।
এসময় তাদের কাছে ১৫০ পিস ইয়াবা পাওয়া যায় যার বর্তমান বাজার মূল্য প্রায় ৪৫ হাজার টাকা।
স্থানীয়রা জানান, তারা চিহ্নিত মাদক ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দল ও নেতাদের ছত্র ছায়ায় তারা মাদক ব্যবসা করছে দীর্ঘ দিন ধরে।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।