
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জ শহরের বাসস্ট্যান্ডের ঢাকা-আরিচা মহাসড়ক মানরা এলাকায় অবশেষে দৃশ্যমান হলো বহুল প্রত্যাশিত ঐতিহাসিক ‘জুলাই ৩৬ স্মৃতিস্তম্ভ’।
এই স্থান থেকেই সূচনা হয়েছিল ২০২৪ সালের একদফা জুলাই যুগপৎ আন্দোলনের, যা ছড়িয়ে পড়েছিল সারা দেশে বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থানের ঢেউ হয়ে।
১৮ ফুট উচ্চতা ও ৬ ফুট ব্যাসের বিশাল লোহার এই স্মৃতিস্তম্ভে খোদাই করা আছে আন্দোলনের অগ্নিঝরা স্লোগান-
‘জেগে উঠো বাংলাদেশ, জুলাই মানে জাগরণ, তোমার রক্ত বৃথা যাবে না।’
এছাড়াও স্তম্ভের গায়ে যুক্ত করা হয়েছে তৎকালীন আন্দোলনের আরও কয়েকটি ঐতিহাসিক স্লোগান।
আধুনিক সিএনসি কাটিং প্রযুক্তিতে নির্মিত এসব অক্ষর যেন মনে করিয়ে দেয় ফ্যাসিবাদবিরোধী প্রতিবাদের ভাষা, জাতির সাহস এবং আত্মত্যাগের প্রতিধ্বনি। পুরো স্থাপনাটিই ইতিহাস ও আধুনিকতার এক প্রতীকী সংমিশ্রণ।
বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক জেলা আহ্বায়ক, কলেজ শিক্ষার্থী ওমর ফারুক বলেন,”জুলাই স্মৃতিস্তম্ভ শুধু একটি স্থাপনা নয়; এটি জাতির প্রতিবাদের প্রতীক, সাহসের স্মারক এবং নতুন প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার আলোকস্তম্ভ। এটি ইতিহাসের নিদর্শন যেমন, তেমনি ভবিষ্যতের পথপ্রদর্শকও।
