
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জ জেলা শহরের শহীদ রফিক সড়কের বিসমিল্লাহ মার্কেটের পিকাবো মোবাইলের দোকানের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে মোবাইল ফোন নিয়ে গেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ৭টা ২৬ মিনিট থেকে ৮টা ১০ মিনিট পর্যন্ত সময়ে এই ঘটনা ঘটে।
সিসিটিভির ফুটেজে দেখা যায়, দলের ৩ জনকে দোকানে ঢুকিয়ে বাহিরে তালা দেয়। ৪০ মিনিট পর তালা খুলে দিলে পাঁচটি ব্যাগভর্তি মোবাইল নিয়ে দোকান থেকে বের হয়ে যায়।
এ বিষয়ে সদর থানার ওসি, এস এম আমান উল্লা বলেন, শহরে চুরির ঘটনা ঘটেছে। আমরা আসামীদেরকে দ্রুত ধরার জন্য মাঠে টিম নামিয়ে দিয়েছি। দ্রুত গ্রেপ্তার হবে আশা করছি।
