শুক্রবার, জানুয়ারি ৯

মানিকগঞ্জে দুই প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ; চালকদ্বয় গুরুতর আহত

|| ​সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর থানাধীন ধলেশ্বরী ব্রিজের ওপর দুটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে দুই চালক গুরুতর আহত হয়েছেন। রবিবার (৪ জানুয়ারি) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে।

​জানা গেছে, ধলেশ্বরী ব্রিজের ওপর বিপরীতমুখী দুটি প্রাইভেট কারের মধ্যে সরাসরি সংঘর্ষ হলে গাড়ি দুটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় দুই গাড়ির চালকই শরীরে গুরুতর আঘাত পান।খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। পুলিশি তৎপরতায় ব্রিজের ওপর পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *