
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
বাংলাদেশ জামায়াতে ইসলামী, মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে দুইদিন ব্যাপী রোকন প্রার্থী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) জেলা সদরে আয়োজিত প্রোগ্রামের সমাপনী দিনে বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
দলের দায়িত্শীলদের দক্ষতা বাড়তে আয়োজিত প্রতিযোগিতায় বক্তব্যের বিষয়গুলো ছিলো খুবই সময়োপযোগী। ৩৬ জুলাইকে নিয়ে বিভিন্ন শিরোনামের মধ্য থেকে প্রতিযোগী তার ইচ্ছা অনুযায়ী একটি বিষয় উঠিয়ে বিষয়ের উপর আলোচনা করেন।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন জেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা কামরুল হোসাইন ও সদর উপজেলা ও পৌরসভার দায়িত্বশীলবৃন্দ।
এ সময় জেলা আমির বলেন, সবাইকে ভালোভাবে পড়াশোনা করে জ্ঞানার্জন করতে হবে এবং তিন মাসের মধ্যে কেন্দ্রীয় পরীক্ষা দিয়ে রুকন হওয়ার শপথ নিতে হবে। জেলা আমির আরও বলেন, আগামী নির্বাচনে সবাইকে প্রস্তুত থাকতে হবে, যাতে কোনো স্বৈরাচারীর দোসররা পুনরায় জেগে উঠতে না পারে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম, জেলা নায়েবে আমির অ্যাড: আনোয়ার হোসেন ও মানিকগঞ্জ সদর থানা আমির ডাঃ মাওলানা ফজলুল হক।
পরে সবাইকে ধন্যবাদ ও সালাম জানিয়ে দুইদিনের অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।