
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জে ঘন কুয়াশার কারণে মারাত্মক সড়ক দূর্ঘটনার শিকার হয়েছে একটি মালবাহি ট্রাক। আজ বুধবার (২৪ ডিসেম্বর) সকালে জেলা সদরের বেউথা নামক স্থানে ঢাকা থেকে আসা ট্রাকটি দূর্ঘটনা কবলিত হয়ে দোকান ঘরের উপর উঠে পরে। এতে দুইটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি গ্রিল-এর দোকান, আরেকটি মেডিসিনের।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহি গাড়িটি অতিরিক্ত ঘন কুয়াশায় কিছু না দেখতে পেয়ে দূর্ঘটনা কবলিত স্থানে দুটি দোকান ঘরের উপর উঠে যায়। এতে কোন হতাহত হয়নি। ট্রাকটি উল্টে পরে থাকলেও হেলপার ও ড্রাইভার দুইজনই সুস্থ আছেন।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ এসে সবকিছু তদন্ত করে গাড়ির মালিক ও স্থানীয় লোকদেরকে নিয়ে বসে সমাধানের কথা বলছে।
