সোমবার, অক্টোবর ২৭

মানিকগঞ্জে এনসিপি নেতা সারজিসের সঙ্গে বৈষম্যবিরোধী নেতার বাগবিতণ্ডা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

মানিকগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমন্বয় সভায় এনসিপি’র উত্তর অঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমের সঙ্গে স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ওমর ফারুকের বাগবিতণ্ডা হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় মানিকগঞ্জ শহরের সিটি ড্রিম হোটেল মিলনায়তনে আয়োজিত সমন্বয় সভায় এই বাগবিতণ্ডা হয়।

জানা গেছে, নাগরিক পার্টির পূর্বনির্ধারিত দলীয় নেতাকর্মীদের নিয়ে এক সভার আয়োজন করা হয়। সভা চলাকালে একপর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক ছাত্র সমন্বয়ক ওমর ফারুক সভা স্থলে ঢুকে সারজিস আলমের সাথে হট্টগোলের সৃষ্টি করে।

পরে নেতা কর্মীরা ওমর ফারুককে ধৈর্য ধরে বসতে বলেন। দেখা যায়, কিছু আওয়ামীলীগ-এর লোক সার্জিস আলমের সাথে ছিলেন। এছাড়াও আরও কিছু বিষয় নিয়েও তর্ক হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *