
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ ) ||
মানিকগঞ্জে আবাদের ভরা মৌসুমে তীব্র সার সঙ্কট দেখা দিয়েছে। মাঠপর্যায়ের কৃষকদের অভিযোগ, ডিলার ও খুচরা বিক্রেতাদের একটি অংশ সিন্ডিকেট গড়ে সারের দাম বাড়িয়ে দিয়েছে। সরকার কর্তৃক নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার কিনতে বাধ্য হচ্ছেন তাঁরা। এতে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় বিপাকে পড়ছেন কৃষকরা।
সদর, হরিরামপুর, শিবালয় ও সিংগাইর উপজেলার কৃষকদের সাথে কথা বলে জানা যায়, জেলাজুড়ে সবজি, পেঁয়াজ ও রবিশস্য বপনের ভরা মৌসুম চলছে। সঙ্গত কারণেই রাসায়নিক সারের চাহিদাও বৃদ্ধি পেয়েছে। আর এ সুযোগে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ও ডিলাররা সিন্ডিকেট করে কৃত্রিম সংকট দেখিয়ে কৃষকদের জিম্মি করে বেশি দামে সার বিক্রি করছেন।
তারা আরও জানান, সরকারিভাবে কৃষক পর্যায়ে ডিএপি সারের মূল্য প্রতি কেজি ২১ টাকা, অর্থাৎ ৫০ কেজির প্রতি বস্তা ১,০৫০ টাকা। কিন্তু বাস্তবে বিসিআইসি ডিলাররা খুচরা বিক্রেতাদের কাছে ১,৩৫০ থেকে ১,৫০০ টাকা পর্যন্ত দামে বিক্রি করছেন। এতে খুচরা পর্যায়েও দাম আরও বাড়ছে।
অভিযোগ রয়েছে, জেলায় থাকা ১২৩ জন সার ডিলারের মধ্যে কিছু ডিলার বরাদ্দকৃত সার নিজেদের নিয়ন্ত্রণে রেখে কেবল পছন্দের কয়েকজন খুচরা ব্যবসায়ীর কাছে সরবরাহ করছেন।
