
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দড়গ্রাম ইউনিয়নের পূর্ব বটতলা এলাকায় ডোবা থেকে লক্ষ্মী রাজবংশী (৯৫) নামে এক প্যারালাইজড বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২০ অক্টোবর) সকালে স্থানীয়রা ডোবার মধ্যে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে সাটুরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
নিহত লক্ষ্মী রাজবংশী পূর্ব বটতলা এলাকার হাকিম হাওলাদারের স্ত্রী।
পরিবার ও প্রতিবেশীদের সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন।
লক্ষ্মী রাজবংশীর ছেলে ঝন্টু রাজবংশী জানান, “রবিবার রাত ১টার দিকে মায়ের ঘরে গিয়ে দেখি তিনি নেই। তখন থেকেই সারারাত খোঁজাখুঁজি করেছি। সকালে দেখি, বাড়ির সামনের ডোবায় মায়ের লাশ ভাসছে।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নানান প্রশ্ন উঠেছে। এলাকার বাসিন্দা লিমন কাজী বলেন, “লক্ষ্মী রাজবংশী গত পাঁচ বছর ধরে একেবারে অচল ছিলেন। তিনি নিজে থেকে ডোবার কাছে যেতে পারবেন না। এটি সন্দেহজনক মৃত্যু বলে মনে হচ্ছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত চাই।”প্রতিবেশী রানী রাজবংশীও একই কথা বলেন। তিনি জানান- “লক্ষ্মী রাজবংশীর মৃত্যু সন্দেহ জনক।
