রবিবার, ডিসেম্বর ২৮

মানিকগঞ্জের রাজ হোটেলে ভোক্তা অধিকারের অভিযান: ১০ হাজার টাকা জরিমানা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

মানিকগঞ্জ শহরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত জনপ্রিয় রাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়ে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার (২ নভেম্বর) দুপুরে অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তার নেতৃত্বে একটি টিম এই অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে ফ্রিজে বাসি খাবার সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের প্রমাণ পাওয়ায় হোটেল কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে গত সোমবার রাতে এই হোটেলের হালিমে ঘাসফড়িং পাওয়া যায়, যা আনন্দ টিভি ও সময়ের কণ্ঠস্বরের মানিকগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ জহিরুল ইসলাম এবং আলোকিত বাংলাদেশের প্রতিনিধি দেওয়ান আবুল বাসার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওটি ভাইরাল হলে জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়।

অভিযান শেষে সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তা সাংবাদিকদের বলেন, ‘‘জনস্বার্থে এই অভিযান পরিচালনা করা হয়েছে। রাজ হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে একই ধরনের অনিয়মের পুনরাবৃত্তি হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *