বৃহস্পতিবার, জানুয়ারি ৮

মানিকগঞ্জের প্রখ্যাত আলেম মাওলানা আফসার উদ্দীনের ইন্তেকাল, জানাজায় মানুষের ঢল

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

মানিকগঞ্জের বিশিষ্ট আলেমেদ্বীন ও শিক্ষানুরাগী, মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদরাসার সাবেক উপাধ্যক্ষ হযরত মাওলানা আফসার উদ্দীন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি আট পুত্র, চার কন্যা সন্তানসহ অসংখ্য ছাত্র ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম মাওলানা আফসার উদ্দীন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার আমির হাফেজ মাওলানা কামরুল ইসলামের পিতা। বুধবার (৭ জানুয়ারি) সকাল ১১টায় উঁচুটিয়া মাদরাসা প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় মানিকগঞ্জের বিভিন্ন স্তরের ওলামায়ে কেরাম, শিক্ষক-শিক্ষার্থী, সহকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও আত্মীয়-স্বজনসহ সর্বস্তরের সাধারণ মানুষের ঢল নামে।

মাওলানা আফসার উদ্দীন ছিলেন মানিকগঞ্জের একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও দ্বীনি শিক্ষার আলোর দিশারী। তার দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি শত শত যোগ্য ছাত্র তৈরি করে গেছেন, যারা বর্তমানে দেশ-বিদেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছেন। কেবল মানিকগঞ্জ কামিল মাদরাসার উপাধ্যক্ষ হিসেবেই নয়, একজন সফল সমাজসেবক ও শিক্ষানুরাগী হিসেবেও তার ব্যাপক পরিচিতি ছিল। নিজ প্রচেষ্টায় তিনি গড়ে তুলেছিলেন উঁচুটিয়া মাদরাসা, যা এলাকায় দ্বীনি শিক্ষার প্রসারে এক অনন্য ভূমিকা পালন করছে।

জানাজা শেষে উপস্থিত সকলে মরহুমের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। দীর্ঘ কর্মজীবনের মাধ্যমে মানুষের হৃদয়ে শ্রদ্ধার আসনে আসীন এই প্রিয় শিক্ষককে হারানোর শোক মানিকগঞ্জের সর্বত্র বিরাজ করছে। সকলেই মহান আল্লাহর দরবারে দোয়া করেন তিনি যেন প্রিয় এই শিক্ষককে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করে নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *