
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের বাচামারা কাচারী পাড়া থেকে দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ।
শুক্রবার (৮ আগস্ট) রাত ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ১ কেজি গাজাসহ মোহাম্মদ শাহাদৎ ( ৩২) ও রিনা আক্তার (২৮) দম্পতিকে গ্রেফতার করে।
মাদকদ্রব্য আইন ২০১৮, ৩৬(১)সারনির১৯(ক)৪১ধারায় মামলা রুজু করে (যার মামলা নং- ৩) আসামিদের কোর্টে পাঠানো হয়।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর আল মামুন আলোকিত দৈনিককে বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে আমরা সব সময় সোচ্চার এবং যেকোনো পরিস্থিতিতে আমরা মাদক নির্মূলে সর্বদা প্রস্তুত রয়েছি।