মঙ্গলবার, অক্টোবর ২৮

মানবরচিত তন্ত্র-মন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ইসলামকেই অস্বীকার করা _মাওলানা রুহুল আমীন

|| নিজস্ব প্রতিবেদক ||

ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ রুহুল আমীন বলেছেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই ইসলামকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করা প্রত্যেকটি মুমিন মুসলমানের উপর ফরজ। এই ফরজ বিধান- ইসলামে নেতা নির্বাচন করার পথ-পদ্ধতি, প্রক্রিয়া; অবশ্যই নির্ধারিত। ইসলামের গণ্ডির বাইরে গিয়ে, মানবীয় খেয়াল খুশি ফলো করে তন্ত্র-মন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করা; ফরজকে অস্বীকার করার শামীল। সোমবার (২৭ অক্টোবর) বাদ জোহর, পঞ্চগড় শহরস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে পঞ্চগড় জেলা শাখার দায়িত্বশীলদের তা’লীম ও তারবিয়াত ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাওলানা রুহুল আমীন বলেন, নবী-রাসুলগণ ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে মানবীয় খেয়াল খুশির অনুসরণ করেননি বা কাফির-ফাসিকদের প্রবর্তিত আইন-কানুনকে মাধ্যম হিসেবে গ্রহণ করেননি। অথবা নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য তাদের সঙ্গে প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় নামেননি। এই বিষয়গুলো ইসলামী রাজনীতিবিদগণ বেমালুম ভুলে গেছেন। বিষয়টি এমন যে, পঞ্চগড়ের উদ্দেশ্যে ট্রেনের টিকিট কেটে, তিনি কমলাপুরের রেল স্টেশনে না গিয়ে; সদরঘাট লঞ্চের ঘাটে ট্রেনের টিকিট নিয়ে অপেক্ষার প্রহর গুনছেন। অতএব, সময় থাকতে সঠিক সিদ্ধান্ত নেওয়া দরকার। ইসলাম পূর্ণাঙ্গ, তাঁর নেতৃত্ব প্রতিষ্ঠার পদ্ধতিও অবশ্যই নির্ধারিত আছে।

কেন্দ্রীয় নায়েবে আমীর আরো বলেন, নির্বাচন না করলে, নির্বাচন না করে, কিভাবে এমপি হবে, মন্ত্রী হবে, রাষ্ট্র ক্ষমতায় যাবে, এই সমস্ত উদ্ভট কথাবার্তার মাধ্যমে প্রচলিত নির্বাচনমূখী ইসলামী রাজনীতিবিদগণ কি
দেশ-জাতির সঙ্গে প্রতারণা করছেন না! তাই আসুন, আমরা প্রচলিত মানব রচিত এই গণতান্ত্রিক রাজনীতিকে প্রত্যাখ্যান করি। ইসলাম প্রতিষ্ঠার জন্য একটি পূর্ণাঙ্গ ইসলামী গণবিপ্লবের লক্ষ্যে দ্বীনী চেতরা, দ্বীনি সংগঠন, দ্বীনি প্রতিরোধ, দ্বীনি অভূত্থান তথা গণজাগরণের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ ইসলামী গণবিপ্লবের মধ্যদিয়ে ইসলাম প্রতিষ্ঠার সর্বাত্মক জিহাদে শরীক হই। আল্লাহ রাব্বুল আলামীন সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে এই মহান কাজে শরীক হওয়ার তৌফিক দান করুন।

সংগঠনের জেলা আমীর মাওলানা আব্দুল কাদেরের সভাপতিত্বে তারবিয়াত ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে আমলের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক জনাব এফএম আলী হায়দার। আরো বক্তব্য রাখেন, ইসলামী ঐক্য আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মানিত উপদেষ্টা মাওলানা আব্দুল হাকিম, জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবদুস সালাম আইয়ুবী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আসাদুল্লাহিল গালিব, অর্থ সম্পাদক মাওলানা শাহিনুর রহমান, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ আল মুতি প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জনাব হুমায়ুন কবির-শ্রম বিষয়ক সম্পাদক, মাওলানা আমিনুল ইসলাম- সদস্য, মাওলানা হামিদুল ইসলাম-সদস্য, আব্দুল হালিম-সদস্য, মাওলানা সাইদুর রহমান-সদস্যসহ জেলা শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *