
|| নিজস্ব প্রতিবেদক ||
মাদ্রাসায় মঙ্গল শোভাযাত্রার পরিবর্তে কোরআন তেলাওয়াতের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার কেন্দ্রীয় সভাপতি কাইয়ুম হোসেন। শনিবার (১২ এপ্রিল) পাঠানো এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।
কাইয়ুম হোসেন বলেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সকল মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গল শোভাযাত্রা পালনের ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রজ্ঞাপন জারিকে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, কেন্দ্রীয় কর্ম পরিষদের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।
তালাবার কেন্দ্রীয় সভাপতি আরও বলেন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা হলো ইসলামী সভ্যতা, সংস্কৃতি রক্ষার ধারক ও বাহক এবং ওয়ারাসাতুল আম্বিয়া তৈরির অন্যতম মাধ্যম। যেখানে ইসলামী, নৈতিক এবং আদর্শিক শিক্ষা প্রদান করা হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে ৯০ভাগ মুসলমানের দেশের মাদ্রাসা অধিদপ্তরে দুই দিনব্যাপী পহেলা নববর্ষ, মঙ্গল শোভাযাত্রা বা আনন্দ শোভাযাত্রা পালনের যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, এগুলো শিরক। আর শিরক বর্জনের ব্যাপারে আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করেছেন। তাই আমরা তালাবার কেন্দ্রীয় কর্ম পরিষদের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরও বলেন, অনতিবিলম্বে এ প্রজ্ঞাপন প্রত্যাহার করতে হবে। এবং এ সকল প্রতিষ্ঠানসমূহে মঙ্গল শোভাযাত্রার পরিবর্তে পবিত্র কুরআন তেলাওয়াতের নির্দেশ প্রদান করতে হবে।