|| আব্দুল হামিদ সরকার ||
মাটির ঘ্রাণে মাটির গান,
নেচে উঠে সবার প্রাণ।
যে মাটিতে জন্ম মোদের,
কেমনে হবে ঋণ শোধের।
ভীনদেশেতে গিয়েও মোরা,
মাতৃভূমি দেয় নাড়া।
মোদের দেশের পাখ পাখালি,
বাউল বলে ভাটিয়ালি।
করতোয়া আত্রাই,
সেথায় মোদের আসল ঠাঁই।
ফলফলাদি শস্য শ্যামল,
মাটির টানে হই যে ব্যাকুল।
জেলের জালে রুই কাতলা,
এ মাটিই হলো হৃদপিণ্ডের বাংলা।
লেখক: বিশিষ্ট কবি ও ঔপন্যাসিক এবং সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। রচনাকাল: ২২ জানুয়ারি, ২০২৫।