
|| আহম্মেদ সায়েম | স্টাফ রিপোর্টার ||
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও সেক্রেটারি, খ্যাতিমান আলেম ও বর্ষীয়ান রাজনীতিক মাওলানা সাজ্জাদ হোসাইন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোরে ময়মনসিংহের একটি হাসপাতালে কিডনি জটিলতাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি শুধু একজন রাজনীতিকই নন, বরং ইসলামি জ্ঞান ও দাওয়াহ প্রচারে তার অবদান ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। দেশের বিভিন্ন মাদরাসা ও ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে তিনি বহু বছর ধরে পাঠদান করেছেন। তার কাছে অসংখ্য শিক্ষার্থী ধর্মীয় শিক্ষা গ্রহণ করেছেন, যারা পরবর্তীতে দেশের নানা প্রান্তে দ্বীনের খেদমতে নিয়োজিত রয়েছেন।
রাজনীতিতে তিনি ছিলেন সংগ্রামী ও আপসহীন। জামায়াতে ইসলামীর রাজনীতিতে যুক্ত থেকে দীর্ঘদিন থানা আমীর ও সেক্রেটারির দায়িত্ব পালন করেন। বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি হয়রানি, মিথ্যা মামলা ও কারাভোগের শিকার হন।
তার সহকর্মী ও অনুসারীরা জানান, তিনি ছিলেন অত্যন্ত সাদাসিধে জীবনযাপনকারী, পরোপকারী ও নির্লোভ মানুষ। এলাকার দরিদ্র, অসহায় ও নিপীড়িত মানুষের পাশে থেকে তিনি নিজেকে সমাজসেবায়ও নিবেদিত রেখেছিলেন।
আজ দুপুর ২ টায় বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল মাদ্রাসায় প্রথম ও বিকাল ৫ টায় নিজ ইসলামপুর থানার গোয়ালেরচর গ্রামে শেষ জানাজা নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
তার মৃত্যুতে জামায়াতে ইসলামী, বিভিন্ন ইসলামী ও সামাজিক সংগঠন, ইসলামী শিক্ষাবিদগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেছেন।