মঙ্গলবার, জুলাই ২২

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে ইআবি উপাচার্যের শোক

|| মোঃ আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ একাধিক হতাহতের মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম।

সোমবার (২১ জুলাই) দুপুরে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন ভাইস চ্যান্সেলর। একই সঙ্গে তিনি অগ্নিদগ্ধ ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

এক শোকবার্তায় তিনি বলেন, এই মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। কোমলমতি শিক্ষার্থীদের প্রাণহানি আমাদের হৃদয় বিদারিত করেছে। আহতদের সেবায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হোক এটাই প্রত্যাশা।

এ ঘটনায় শোকাহত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান তিনি।

উল্লেখ্য, সোমবার দুপুরে বাংলাদেশ বিমানের একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। এতে ঘটনাস্থলেই একাধিক শিক্ষার্থী নিহত হন এবং অনেকেই গুরুতরভাবে অগ্নিদগ্ধ হন। দেশের ইতিহাসে এটি একটি বেদনাদায়ক ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

সরকার এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে মঙ্গলবার (২২ জুলাই) জাতীয় শোক ঘোষণা করেছে। এ উপলক্ষে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। পাশাপাশি, জোহরের নামাজের পর নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *