বৃহস্পতিবার, ডিসেম্বর ২৫

মহান বিজয় দিবস উদযাপন করেছে ইউআইটিএস

|| নিজস্ব প্রতিবেদক ||

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) ‘মহান বিজয় দিবস-২০২৫’ উদযাপন করেছে। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৮:৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, প্রক্টর মোঃ তারিকুল ইসলাম, উপদেষ্টা (ছাত্র কল্যাণ) শুভ দাস, সহকারি প্রক্টর এস, এম, ফারিয়াল হক বাঁধন, জনসংযোগ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম-সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের ভাটারাস্থ নিজস্ব ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *