
|| নিজস্ব প্রতিবেদক ||
মহান বিজয় দিবস উপলক্ষে দেশের সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি)। দিবসটি উপলক্ষে পার্টির চেয়ারম্যান জনাব মোঃ সিদ্দিকুর রহমান খান এবং মহাসচিব জনাব মো. নুরুল হুদা এক যুক্ত বিবৃতিতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল নাগরিককে শুভেচ্ছা জানান এবং দেশের স্বাধীনতা অর্জনে আত্মত্যাগকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
বিবৃতিতে পার্টির শীর্ষ নেতৃত্ব বলেন, “১৬ ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসে এক অত্যন্ত গৌরবোজ্জ্বল দিন। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর এই দিনে আমরা বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করি। এই স্বাধীনতা ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের আত্মত্যাগের ফসল। আমরা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে সেই সকল বীর মুক্তিযোদ্ধাকে স্মরণ করছি, যাদের সীমাহীন সাহস ও আত্মত্যাগের বিনিময়ে আমরা পরাধীনতার শৃঙ্খল মুক্ত হয়েছি।”
পার্টির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয় যে, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বাংলাদেশ আরও সমৃদ্ধি ও উন্নয়নের পথে এগিয়ে যাবে। নেতৃবৃন্দ বলেন, “বিজয় দিবসের এই শুভক্ষণে আমাদের অঙ্গীকার হোক, একটি সুখী, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক কল্যাণময় বাংলাদেশ বিনির্মাণে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। যেখানে সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।”
দলটি বিজয় দিবসের সকল কর্মসূচির সাফল্য কামনা করেছে এবং দেশবাসীকে জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছে।
