বুধবার, জুলাই ৩০

মব জাস্টিস নিয়ে নির্মিত নাটকে কেন্দ্রীয় চরিত্রে আজিজুল হাকিম

|| বিনোদন ডেস্ক ||

দেশের বিভিন্ন স্থানেই এখন ‘মব জাস্টিস’র শিকার হচ্ছেন অনেকে। মব জাস্টিস এখন সময়ের সবচেয়ে আলোচিত একটি শব্দে পরিণত হয়েছে। আর এমন ঘটনাকে পুঁজি করে টেলিছবি নির্মাণ করেছেন রানা বর্তমান। নাম ‘আমারও গল্প আছে’। গল্পে তুলে ধরা হয়েছে বাবা ও মেয়ের অসহায়ত্বের গল্প।

গল্পে মেয়ের কাছে সেরা মানুষ তার বাবা। আবার সমাজের চোখে বাবা একজন চোর। একসময় মব জাস্টিসের শিকার হয় সেই বাবা। দৃশ্যে বাবার চরিত্রে অভিনয় করেছেন আজিজুল হাকিম ও মেয়ে চরিত্রে শিশুশিল্পী মুনতাহা এমিলিয়া। পরিচালক রানা বর্তমান জানান, মূলত সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতেই এটি নির্মাণ করা হয়েছে।

নির্মাতার কথায়, ‘টেলিভিশনের পর্দায় কিংবা সংবাদমাধ্যমে প্রায়ই নানা চিত্র দেখা যায়। সেখানে কখনো লাশের ছবি কখনো কান্নার ছবি, আবার মব জাস্টিস দ্বারা অসহায় পরিবারের চিত্র ফুটে ওঠে। ঘটনাগুলো দেখে যে কারও পক্ষেই নিজেকে ঠিক রাখা কঠিন। আমার বিবেক, চিন্তা আমাকে নতুন করে জাগিয়ে তুলল মানুষকে সচেতন করতে। নির্মাতার জায়গা থেকে মানুষকে সচেতন করার চেষ্টা রয়েছে এই নাটকে।’

অভিনেতা আজিজুল হাকিম জানান, দেশে আইন রয়েছে। সেখানে উত্তেজিত জনগণের হাতে প্রায়ই অনেক দুর্ঘটনা ঘটছে। এটা কোনো চিত্র হতে পারে না। মব জাস্টিস কখনো ন্যায়ের বিকল্প নয়।

অভিনেতা বলেন, ‘এই অমানবিক, আইনবহির্ভূত মব জাস্টিস বন্ধ হওয়া দরকার। এখানে সবাই আইনের সুবিচার পাবে, সেটাই প্রত্যাশা। সমাজের মানুষকে মব জাস্টিস নিয়ে সচেতন হওয়া দরকার। সেই বার্তা আমরা নাটকের মধ্যদিয়ে দেওয়ার চেষ্টা করেছি। কারণ, এই ঘটনাগুলো অমানবিক। সাধারণ অনেকের সঙ্গে অন্যায় হচ্ছে। তেমন চিত্রই আমরা তুলে ধরেছি।’

নির্মাতা জানান, নাটকে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সুষমা সরকার, গোলাম রাব্বানী, আবদুল আজিম, তুহিন চৌধুরী, সহিদুল ইসলাম, রিমন সাহা প্রমুখ। আর ‘আমারও গল্প আছে’ প্রচার হবে আগামী শুক্রবার চ্যানেল আইতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *