
|| আব্দুল হামিদ সরকার ||
মন যে আমার সদা কহে,
প্রণয়ের বাও কেন যে বহে?
সুধালাম মনরে কেন এমন হয়?
মুনুষ্যবোধেই প্রেমগীতি রয়।
মানবকূলকে ভাসবো ভালো,
নাহি ভেদাভেদ সাদা কালো।
মন যে আমার সদা কহে,
পদ্মা মেঘনা যমুনায় ঠিকানা যে বহে।
কেন এমন হয় সুধাই তারে?
স্বদেশ প্রেমের দ্বীপ্ত শিখা হৃদয় যে কাড়ে।
দেশপ্রেম যে ঈমানের অঙ্গ,
আঁকড়ে ধরো তার মাটি নাহি ছাড়ো সঙ্গ।
মন যে আমার সদা কহে,
ধর্মরসে সিক্ত হিয়া স্রষ্টাপ্রেমে মোহে।
সুধাই মনরে কেন এমন হয়?
যে করেছে তোমায় সৃষ্টি করো তারে ভয়।
ইবাদত করো তার সবে আঁকড়ে ধরো বিধান,
স্রষ্টার কৃপা বিহনে মোরা নাহি পাবো পরিত্রাণ।
লেখক: বিশিষ্ট কবি ও ঔপন্যাসিক এবং সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। রচনাকাল: ২৩ ফেব্রুয়ারি, ২০২৫।